নৌকার মনোনয়ন নিলেন জাবির সাবেক উপাচার্য

ঢাকাঃ ভাইয়ের আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) আনোয়ার হোসেন। এজন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

সোমবার (২০ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কেনেন আনোয়ার হোসেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা রেমন্ড আরেং বলেন, ‘সাবেক উপাচার্য আনোয়ার হোসেন নেত্রকোনা-৫ আসনের (পূর্বধলা) জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি নিজেই ফরম সংগ্রহ করতে এসেছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহ করে তিনি নিয়ে গেছেন।’

অধ্যাপক আনোয়ার হোসেন যে আসনের জন্য ফরম নিয়েছেন, সে আসনে বর্তমান সংসদ সদস্য তারই ছোট ভাই ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। অধ্যাপক আনোয়ার হোসেন ও ওয়ারেসাত হোসেন বেলাল প্রয়াত কর্নেল তাহেরের ছোট ভাই।

বেলাল পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। আর আনোয়ার হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য।

শারীরিক অসুস্থতাজনিত কারণে ওয়ারেসাত হোসেন বেলাল এবার নৌকার মনোনয়ন চাইছেন না বলে জানিয়েছে তার ঘনিষ্টজনরা।

আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। ২০১২-১৪ সময়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, ‘আমার ছোট ভাই এ আসনে তিনবারের সংসদ সদস্য ছিল। সে কিছুদিন ধরে অসুস্থ। সে অসুস্থ হয়ে যাওয়ার পর এলাকার নেতাকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করছে; আমি যেন এ আসনে নৌকার হাল ধরি। তাদের কথা এবং দেশের উন্নয়নের কথা চিন্তা করে আমি প্রার্থী হয়েছি।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়