জাহাঙ্গীর বাবু।।
নোয়াখালী সদর উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমপন্ন হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৫ জুলাই ২০১৯,বৃহঃবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সভাপতিত্ব করেন মো. আরিফুর রহমান সরদার উপজেলা নির্বাহী অফিসার নোয়াখালী সদর, বিশেষ অতিথি ছিলেন,আবু জাফর মোহাম্মদ হারুন অধ্যক্ষ ভুলুয়া ডিগ্রি কলেজ, মো. আবুল কাশেম সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখা।
স্বাগত বক্তব্য রাখেন সুব্রত রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নোয়াখালী সদর, সঞ্চালনায় ছিলেন এবিএম আবদুল আলীম প্রধান শিক্ষক হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
উপজেলা পর্যায়ে নোয়াখালী সদর উপজেলার শ্রেষ্ঠ কলেজ এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ এর ক্রেস্ট,সার্টিফিকেট নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব একেএম সামছুদ্দিন জেহান’র নিকট থেকে গ্রহণ করেন ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আবু জাফর মোহাম্মদ হারুন। উপজেলা পর্যায়ে নোয়াখালী সদর উপজেলা ‘খ’ গ্রুপে পবিত্র কোরান তেলাওয়াত এবং হামদ ও নাতে রাসুল দুই বিভাগে প্রথম স্থান অধিকারের পুরস্কার ক্রেষ্ট,সার্টিফিকেট চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান ও অধ্যক্ষ জনাব আবু জাফর মোহাম্মদ হারুনের নিকট থেকে গ্রহন করছে নোয়াখালী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মারজান তাবাসসুম মীম।
উক্ত অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর, প্রধান অতিথি,বিশেষ অতিথি ও সভাপতি নোয়াখালী সদর উপজেলার কোরান তেলাওয়াত,হামদ নাত,সঙ্গীত,নৃত্য,আবৃত্তি,অভিনয়,সাহিত্য,বিজ্ঞান বিষক রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয় প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে সন্মানা ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরন করেন।
উল্লেখ্য,নোয়াখালী জেলা শিক্ষা অফিসের আয়োজনে “সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছিল,১০ জুলাই ২০১৯, রোজ বুধবার,নোয়াখালী জিলা স্কুল অডিটোরিয়ামে।