জাহাঙ্গীর বাবু।।
বিশ্ব সাহিত্যে অবদানের জন্য নোবেল বিজয়ী বাংলা সাহিত্যের দিকপাল কবি,ঔপন্যাসিক,সঙ্গীত স্রষ্টা,নাট্যকার,গল্পকার,প্রাবন্ধিক,দার্শনিক কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালী জেলা শাখার আয়োজনে ১৮ জুলাই বৃহঃবার বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমী,নোয়খালী মিলনায়তনে রবীন্দ্র জয়ন্তী ১৪২৬ অনুষ্ঠিত হয়েছে।
উদ্ভোদন করেন বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী অধ্যাপক রমানাথ সেন।
অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন নোয়াখালী আবৃতি একাডেমীর সভাপতি,বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক,সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর।
সংগঠনের সাধারণ সম্পাদক শামস্ ইবনে আলী স্বাগত বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রবীন শিক্ষক সংস্কৃতিজন বিমলেন্দু মজুমদার
বিষয় ভিত্তিক আলোচনা ছিলেন,অধ্যাপক কাজী মোঃ রফিক উল্যাহ,অধ্যাপক ফণীদ্র কুমার দাশ।
শুভেচ্ছা বক্তব্যে ছিলেন,
কাজী মনছুরুল হক,বিজ্ঞ জিপি নোয়াখালী ও কবি আখতার জাহান শেলী।
একক সঙ্গীত পরিবেশন করেন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পী,অধ্যাপক রমানাথ সেন, কামাল উদ্দিন, শুক্লা মজুমদার, মেহের নিগার মৌলি,তুসমি দে, জয়শ্রী ভৌমিক, মেহবুবা কামাল, তন্ময় দেবনাথ, নিহা আফরোজ,বহ্নি মজুমদার,সজল মজুমদার,একরামুল হক কায়েস,দলীয় সঙ্গীত ও ছিল সংগঠনের পরিবেশনায়।
নৃত্য পরিচালনায় ছিলেন, বানীসাহা সজল মজুমদার নৃত্য পরিবেশন করেন নৃত্যভূমি সংগঠনের শিক্ষার্থীরা।
নোয়াখালী আবৃত্তি একাডেমির শিশু বিভাগের শিক্ষার্থীরা বৃন্দ আবৃত্তি প্রযোজনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর উপস্থাপন করে।