জেলা পর্যায়ে সুবর্ণচর উপজেলা বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন

নোয়াখালীঃ আজ বিকেল ৪.৪০ ঘটিকায় নোয়াখালী ভুলু স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজিত দেব, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), নোয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার, নোয়াখালী, শেফাল চন্দ্র নাথ, সুপারিন্টেন্ডেন্ট, মাইজদী পিটিআই, নোয়াখালী, মোঃ শাহ আলম, সহকারী জেলাসহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালী, সঞ্চিতা দাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালী, মোঃ সিদ্দিকুর রহমান খান,উপজেলা শিক্ষা অফিসার, সদর,নোয়াখালী, এটিএম এহছানুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার, কোম্পানীগঞ্জ, নোয়াখালী, মোঃ আবু জাহের, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত), সুবর্ণচর,নোয়াখালী, এবিএম নুরেজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত), হাতিয়া,,নোয়াখালী, আহমেদ হোসেন ধনু, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, নোয়াখালী, বিভিন্ন উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন রাজিবুল হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সদর, নোয়াখালী।

দুপুর ১২.০০ ঘটিকায় ভুলু স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের সাথে সেনবাগ উপজেলার সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বীতায় ৩-২ গোলে ( ট্রাইবেকারে) পরাজিত করে পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।দুপুর ২.৩০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাতিয়া উপজেলার উছখালী আলেয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের সাথে চাটখিল উপজেলার সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বীতায় ২-১ গোলে পরাজিত করে উছখালী Can’t মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ক্ষুদে খেলোয়াড় বন্ধুরা অনুর্ধ্ব ১৭, অনুর্ধ্ব ১৯ এবং জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফুটবল খেলাকে অনন্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে।

পড়ালেখার পাশাপাশি শারীরিক বিকাশ সাধনে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি শিক্ষকমন্ডলী ও খেলার সাথে সংশ্লিষ্ট সকলকে ক্ষুদে খেলোয়াড়দের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়