নোবিপ্রবি শিক্ষকের অসামান্য কীর্তি

দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় অক্সফোর্ড খ্যাত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে তিন হাজারেরও অধিক শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করছে। এখানে কর্মরত রয়েছে কয়েকশত শিক্ষক।

এসব শিক্ষক প্রতিনিয়ত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীদের মানষিক বিকাশ আর নৈতিক মুল্যবোধ উন্নয়নে। শিক্ষার্থীরা যেন উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে গিয়েও পড়াশোনা করতে পারে, সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ হয় যেন সেজন্য সর্বাত্মক চেষ্টা করছে।

তাদেরই এক জন প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। যিনি এপ্লাইড ক্যামেস্ট্রি এন্ড ম্যাকানিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগে কর্মরত রয়েছেন।

সম্প্রতি তার ব্যাক্তিগত প্রচেষ্টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছে দশ জন শিক্ষার্থী।

এই বিষয়ে তার কাছে জানতে চাইল তিনি বলেন নোবিপ্রবি থেকে জাপান যাওয়া পরিদর্শক শিক্ষার্থীদের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এ ছাড়া জাপান থেকে একটি প্রতিনিধি দল আসবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সম্পর্কে অবহিত করবে, সেই দলটির প্রধান নির্বাচিত হয়েছেন প্রফেসর নভেরব সুজুকি।

এই স্কলারশিপ এর মুল উদ্দেশ্য সম্পর্কে প্রফেসর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এর কাছে জানতে চাইলে তিন জানান, এটি হলো সাব কন্টিন্যান্ট দেশগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিজ্ঞান ভিত্তিক সেমিনার এবং প্রদর্শননী। যার ফলশ্রুতিতে বিজ্ঞানের উৎকর্ষ সম্পর্কে সকলে অবিহিত হবে এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় অগ্রসর হবে।

বিজ্ঞান ভিত্তিক এই পরিদর্শন কার্যক্রম এর সকল খরচ বহন করবে জাপান সরকার এবং এই স্কলারশিপ স্পনসর করেছে জাপান সাইন্স এন্ড টেকনলোজি ঐমিসি।