অনলাইন ডেস্ক।।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৬ শিক্ষার্থী নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন। এতে পুরো ক্যাম্পাস জুড়ে সবার মাঝে বিরাজ করেছে এক অন্যরকম অনুভূতি। সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক এবং বর্তমান অনেক শিক্ষার্থী।
ফার্মেসি বিভাগের ৪ জন- আব্দুর রহমান শরীফ, আব্দুল বারেক, আব্দুর রহমান রিপন, মাহমুদুল ইসলাম। অর্থনীতি বিভাগের ৩ জন- মো. গোলাম কিবরিয়া, আক্তার ইমাম, ফারিয়ান তাহরিম ভিকি। ইংরেজী বিভাগের ৩ জন- হুমায়রা সুলতানা, শাহেরা খাতুন, নুসরাত জাহান অনামিকা। ফলিত গণিত বিভাগের ৩ জন- জামাল উদ্দীন, আব্দুল করিম ও জান্নাতুন নাইম।
এছাড়া কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ জন- মো. হাসান ইমাম, শারমিন আক্তার মিলু। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২ জন- সজীব আহমেদ, নিগার সুলতানা কাকন। মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের ২ জন- আফসানা কবির দীপ্তি, জাহানারা আক্তার লিপি।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পেরে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন নিয়োগপ্রাপ্তরা। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত করতে চান তারা।