নোবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান

নোয়াখালীঃ ১৭৬ দিনেও ডিগ্রি পরিবর্তন সমস্যার সমাধান না হওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। এতে ভবনের ভেতরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন। পরে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তালা খুলে দেন।

তবে সেখানেই অবস্থান করছেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, বিষয় কোড না থাকায় তারা বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারছেন না। বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে দীর্ঘ দিনেও সুরাহা হয়নি। এতে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সেখানেই বসে পড়েন। এ সময় তারা সমস্যা সমাধান চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন। পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর তালা খুলে দেন।

তবে বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন বলেন, আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে সমন্বয় করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি। আশা করি, অতি শিগগিরই বিএমএস বিভাগের ডিগ্রি পরিবর্তন সমস্যার সমাধান হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়