নোবিপ্রবিতে ভোক্তা অধিকার সংগঠনের যাত্রা শুরু

 ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা, তরুণ ভোক্তাদের সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শাখা উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ফিশারিস এন্ড মেরিন সাইন্স বিভাগের শিক্ষার্থী মো. মাইনুদ্দিন পাঠানকে সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ৪১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

সিওয়াইবির কেন্দ্রীয় সংগঠনের অনুমোদক্রমে মঙ্গলবার (২৩ জুলাই) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ।

সংগঠনের নোবিপ্রবি শাখার উপদেষ্টা হিসেবে রয়েছেন ফিশারিস এন্ড মেরিন সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ এন্ড লিবারেল ওয়্যার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ফার্মেসী বিভাগের ড. শহীদ সারোয়ার। মঙ্গলবার উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও ড. শহীদ সারোয়ার উপস্থিত ছিলেন।

কমিটিতে অন্যান্য হলেন, সহ-সভাপতি শ্রীবাস মজুমদার, শাহাদাত হোসাইন, জয়নাল আবেদিন ও হাসিব আল আমিন। যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান সৈকত, শাহরিয়ার নাসের, মো. রিয়াদ হোসাইন ও নাসরিন আক্তার হিমু। সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক নাদিয়া রহমান, অফিস সম্পাদক এস আহমেদ ফাহিম, সহকারি অফিস সম্পাদক নুমান রশিদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রমজান আলী, সহকারী অর্থ সম্পাদক আবুল বাশার, প্রচার সম্পাদক ঈমন দত্ত, সহকারী প্রচার সম্পাদক ফাতেমা ফলি, পরিকল্পনা ও গবেষনা সম্পাদক সাবিকুন্নাহার, প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসাইন, সহকারী প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, গণমাধ্যম সম্পাদক নিলুফা মিতু, সহকারী গণমাধ্যম সম্পাদক আনিসুল হক, ভোক্তা অধিকার সম্পাদক জান্নাতুন নাইম, সহকারী ভোক্তা অধিকার সম্পাদক খাদিজা নাসরিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পদক সজীব ভূইয়্যা, সহকারী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পদক আব্দুল্লাহ আল মুরাদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাপ্পি মোমিন সহকারী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক দিগন্ত ইসলাম, প্রোগ্রাম বিষয়ক সম্পাদক মু নাহিদ।

এয়াড়া কার্যকরী সদস্য রাজিয়া জুয়েল রানা, জাকির হোসাইন, মো.তাজবির, নুসরাত জাহান বিথী, সাইদুজ্জামান ইমাম,জুবায়ের মোল্লা, ওমর ফারুক, নুসরাত জাহান ও ফারজানা।

উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্রগ্রাম, শাবিপ্রবি, সিকৃবি, হাবিপ্রবি, বেরোবি, গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।