অনলাইন ডেস্ক।।
পিএসজির হয়ে পঞ্চম বারের মতো লাল কার্ড দেখলেন নেইমার। আর তাতেই এক লজ্জার রেকর্ড গড়েছেন নেইমার।২০১৭-১৮ মৌসুমে নেইমার যোগ দেওয়ার পর ফরাসি লিগে আর কোনো খেলোয়াড় এত বেশি লাল কার্ড দেখেননি।
বার্সেলোনা থেকে ২২ কোটি ২০ লাখ ইউরোয় পিএসজিতে এসেই ২০১৭ সালের অক্টোবরে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে প্রথম লাল কার্ড দেখেন নেইমার।
দ্বিতীয়বার নেইমার লাল কার্ড দেখেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। বোর্দোর বিপক্ষে ছিল তার ওই লাল কার্ড। একই বছরের সেপ্টেম্বরে মার্শেইয়ের বিপক্ষে তৃতীয়টি, আর ২০২০-২১ মৌসুমের শেষ দিকে লিলের বিপক্ষে চতুর্থ লাল কার্ডটি দেখেন নেইমার।