নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ডিবেটিং ক্লাসের অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতায় আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ষষ্ঠ ঘন্টার পরে বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করআ হয়। “ইন্টারনেট তথ্য প্রযুক্তির আশির্বাদ” শিরোনামে প্রতিযোগিতার পক্ষে বিদ্যালয়ের প্রতি ক্লাস থেকে ৫ জন ছাত্রী এবং বিপক্ষে ৫ জন ছাত্র অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলীর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক কমলেন্দু হাওলাদার, মডারেটরের দ্বায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় সরকার। সহকারী শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এছাড়াও বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রতিযোগিতা উৎসব মুখর হয়ে উঠে।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।