সুভাষ বিশ্বাস , নিজস্ব প্রতিবেদক রংপুর অঞ্চলঃ নীলফামারীতে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে (প্রক্সি) পরীক্ষায় অংশ নেওয়ার অপরাধে পাঁচ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৫আগষ্ট) সকালে নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট গ্রামের সাইয়ে কুতুব (২১), ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের গয়াবাড়ি গ্রামের আরিফ হাসান (২৮), জলঢাকা উপজেলার চেংমারী গ্রামের মাহফুজার রহমান (২৯), ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার মো. মানিক (৩৩), কুড়িগ্রাম সদর উপজেলার মো. কামরুজ্জামান (২৬) ও রংপুরের মেহেদী হাসান (২৫)।
জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সকালে নীলফামারীর ছয় উপজেলার ৬০ ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের ৬০ পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৩৯৮ জন প্রার্থী অংশ নেন। এসময় প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে (প্রক্সি) পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে অপরাধে ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে পাঁচ জনকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়