নিম্নমানের সামগ্রী ব্যবহার, স্কুলে নির্মাণকাজ বন্ধ করল এলাকাবাসী

রাজবাড়ীঃ জেলার পাংশা উপজেলার মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেন।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই তলার ওপরে একটি কক্ষ নির্মাণের জন্য প্রায় ১১ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। সরদার এন্টারপ্রাইজের মো. মোতাহার হোসেন নামে ঠিকাদার কার্যাদেশ পান।

এলাকাবাসী জানান, নির্মাণকাজের শুরু থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিম্নমানের ইট, সুরকি ও ঢালাই কাজে স্টিলের বদলে কাঠ ব্যবহারের অভিযোগ রয়েছে। এ কারণে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধের একদিন পরে আবারো নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণকাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। নিম্নমানের ইটের খোয়া দিয়ে ঢালাইয়ের কাজ চলছিল। আমরা নিষেধ করার পরেও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল, এরপর স্কুল কর্তৃপক্ষ ও আমরা এলাকাবাসী মিলে কাজ বন্ধ করে দিয়েছি। এরপর শুক্রবার সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে নির্মাণ শ্রমিকেরা তাড়াহুড়ো করে নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলার চেষ্টা করেন।

নির্মাণ শ্রমিকেরা বলেন, ‘আমরা যা কাজ করছি সবই এক নম্বর, শুধু ইটের খোয়া দুই নম্বর। ঢালাইয়ের কাজে স্টিল ব্যবহার করার কথা থাকলেও আমরা কাঠ দিয়ে কলম ঢালাই দিয়েছি।

স্কুলের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান বলেন, ঢালাইয়ের কাজে নিম্নমানের ইট-সুরকি ব্যবহার করা হচ্ছিল। এজন্য স্কুলের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী মিলে কাজ বন্ধ করে দিয়েছি।

এ প্রসঙ্গে ঠিকাদার মোতাহার হোসেন বলেন, খোয়ার মান এতটাও খারাপ ছিল না। আপনারা তো সবই জানেন-বুঝেন। এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট। ভালো খোয়ার মধ্যে ওই খোয়াগুলো ভেসে উঠছে, এজন্য সব খোয়া রিজেক্ট। আর তিনটি কলম ঢালায়ের কাজ কাঠ দিয়ে করেছি। পরে ইঞ্জিনিয়ার জানার পর নিষেধ করেছেন।

পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ইতিমধ্যে আমাদের একজন প্রতিনিধিকে পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। ঢালাইয়ের কাজের যে খোয়া ব্যবহার করা হচ্ছে সেই খোয়া পরীক্ষা করা হবে। এরপর আবার নির্মাণ কাজের অনুমতি দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়