ফেনীঃ জেলার শাহ আলম নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ১৬ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (১৫ অক্টোবর) উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দুই ছাত্রীর অভিভাবক।
অভিযুক্ত শাহ আলম ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
ঘটনার সত্যতা জানতে রোববার দুপুরেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বিদ্যালয় পরিদর্শনে এলে ঘটনা জানাজানি হয়। এসময় তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে বগাদানা ইউনিয়ন পরিষদে স্থানীয়দের সঙ্গে বৈঠকও করেন শিক্ষা কর্মকর্তা। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল, মেম্বার আমিনুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রিয়াদসহ বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনকালে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীরা তাদের সঙ্গে অভিযুক্ত শিক্ষক শাহ আলম আপত্তিকর যৌন আচরণ করেছেন বলে জানিয়েছেন।
বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল বলেন, আমরা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে ছাত্রীদের অভিযোগ শুনেছি। যেহেতু লিখিত অভিযোগ রয়েছে, তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের শাস্তি হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ছাত্রীদের সঙ্গে কথা বলে ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শাহ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি যড়যন্ত্রের শিকার হয়েছেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, প্রাথমিক শিক্ষা অফিস থেকে আমাকে ঘটনাটি জানানো হয়েছে। এ ধরনের ঘটনা প্রমাণিত হলে দোষী শিক্ষককে ছাড় দেওয়া হবে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়