নিখোঁজ স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওঃ জেলার হরিপুরে বাইজিদ (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুলিক নদের লেহেম্বা ঘাটের পাশে হলুদ ক্ষেতের মাটির নিচ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ।

জানা গেছে, বাইজিদ হরিপুর উপজেলার খলড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে গত ১৪ দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল।

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, আনুমানিক বিকেল ৪টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়