নিখোঁজের এক দিন পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মরদেহ উদ্ধার

ঢাকাঃ নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বড় ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তার বাবা আবুল কালাম।

আব্দুল্লাহ আল মামুন ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ফেনীর গ্রামের বাড়িতে নিহতের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টর থেকে মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মামুন রাজধানী ঢাকার দক্ষিণখান থানায় স্ত্রীসহ বসবাস করতেন। পেশায় তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষক ছিলেন।

নিহতের স্ত্রীর বর ভাই নোমান  জানান, এ ঘটনায় নিহিতের বাবা রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঢাকায় জানাজা শেষে তার মরদেহ নিয়ে স্বজনরা ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ গণমাধ্যমকে জানায়, দুপুরে পূর্বাচলের বাসিন্দারা একটি সড়কের পাশে ঝোপে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী মোর্শেদা আক্তার বলেন, মামুন মঙ্গলবার সকালে নিজ কর্মস্থলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুর ২টায় সর্বশেষ তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ ছিল। খোঁজাখুঁজির পর না পেয়ে রাতেই আমার বড় ভাই নোমান বাদী হয়ে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করেন। আজ তার মরদেহ উদ্ধার করে পুলিশ আমাদের জানায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়