নিখোঁজের ৩ দিন পর কলেজছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ জেলায় নিখোঁজের তিন দিন পর শাহরিন আলম বিপুল (১৮) নামের এক কলেজছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল ৩টার দিকে দিনাজপুর স্টেডিয়াম গ্যালারির পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শাহরিন আলম বিপুল সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, এর আগে শাহরিন আলম বিপুলের বড় ভাই শাহরিয়ার আলম ৪ মার্চ নিখোঁজ মর্মে থানায় জিডি করেছিলেন। পুলিশ সব ধরনের চেষ্টা করেও তার কোনা সন্ধান পায়নি। সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়