ঢাকাঃ নামজারি আবেদন করার ক্ষেত্রে ফরম পূরণের আগে কোর্ট ফি পরিশোধ করতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এই নিয়ম।
সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। এতে বলা হয়, বর্তমানে মিউটেশন সিস্টেমে অনলাইনে নামজারি আবেদন ফরম পূরণ করার পর কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা মিলিয়ে সর্বমোট ৭০ টাকা একত্রে আবেদনকারির কাছ থেকে নেয়া হয়।
‘মিউটেশন সিস্টেম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আবেদনকারীকে আলাদাভাবে প্রথমে অনলাইনে কোর্ট ফি বাবদ ২০ টাকা পরিশোধ করে নামজারি আবেদন ফরমটি ৭ দিনের মধ্যে পূরণ করতে হবে।’
আবেদন ফরম পূরণ সম্পন্ন হবার পর নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা পরিশোধ করে ফরমটি অনলাইনে জমা করতে হবে বলেও পরিপত্রে জানানো হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়