নলছিটিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’র ঝালকাঠির নলছিটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রতিষ্ঠান প্রধান হিসেবে শ্রেষ্ঠ হয়েছেন খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জাকির হোসেন। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় ঝালকাঠি ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু’র হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।

নলছিটি উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো সিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দীন চৌধুরী, নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আ: ওয়াহেদ খান।

উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ২য় বার পুরস্কার পাওয়া প্রধান শিক্ষক মো জাকির হোসেন ২০১৮ সালে মাধ্যমিক পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।

তিনি ১৯৯১ সালে শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করে ঐ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তিন বছর কাজ করেন। ২০১২ সালে বর্তমান কর্মস্থল খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে সুনামের সহিত পাবলিক পরীক্ষায় তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ১৯৮২ সালে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও শিক্ষা জীবনে বরিশাল বিএম কলেজ থেকে মাস্টার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জণ করেন।