এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনে প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের মাধ্যমে বিভিন্ন বিভাগে শুরু হয়েছে ক্লাস কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে ১ হাজার ৮০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। যার মধ্যে ‘এ’ ইউনিটে ১৬০, ‘বি’ ইউনিটে ৭০০ এবং ‘সি’ ইউনিটের অধীনে রয়েছে ২২০টি আসন। এরই মধ্যে সাধারণ ও কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২১ ও ২২ আগস্ট চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে।
এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাদের চোখে-মুখে ছিল এক অন্যরকম আবেগ।
মঙ্গলবার দুপুরে বিভিন্ন অনুষদে দেখা যায়, হাতে হাতে রজনীগন্ধা ফুল নিয়ে বের হচ্ছেন নবীন শিক্ষার্থীরা। তাদের চোখে-মুখে আনন্দ। পরিচিতি পর্ব শেষে অনেকে বড়ভাইদের সঙ্গে বসে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে আড্ডায় মেতে উঠেছেন। ক্যাম্পাসের চারুদ্বীপ, বঙ্গবন্ধু স্কয়ার, নজরুল ভাস্কর্য চত্ত্বর, বটতলা, চন্দ্রবিন্দু ক্যাফে প্রাঙ্গণ, চিকনার মোড়, জ্ঞানের গলিসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আনাগোনা চোখে পড়ার মতো।
চন্দ্রবিন্দু ক্যাফে প্রাঙ্গণে বসে আড্ডা দিচ্ছিলেন একদল নবীন শিক্ষার্থী। কথা বলে জানা গেলো, তারা অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছেন।
বিশ্ববিদ্যালয় জীবনের পদার্পনের অনুভূতি জানতে চাইলে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী ফাওজিয়া তাবাস্সুম ঐশী বলেন, “ছোট থেকেই স্বপ্ন ছিলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ,,অবশেষে স্বপ্নপূরণ। নবীন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সবকিছুই অনেক আনন্দদায়ক। নতুন কিছুর প্রতি সকলের যেমন প্রত্যাশা থাকে ঠিক তেমন আমারও। ৪ বছর পর এই দিনগুলি হয়ে যাবে আমাদের সোনালি অতীত। নতুন ক্যাম্পাস, নতুন পরিবেশ, শিক্ষার নতুন একটি ধাপ এসবের সঙ্গে এখন খাপ খাওয়াতে হবে। পড়াশোনা শুরু করতে হবে নতুন উদ্যমে। নতুন মানুষ, নতুন স্যার-ম্যাম, অপরিচিত সিনিয়র ভাই-আপুদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিতে হবে। এইতো সেদিন স্কুল-কলেজের গন্ডি পার করলাম। পুরোনো বন্ধুদের মনে পড়ে, । এলাকার স্কুল মাঠ। কিন্তু ‘কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়’ এ কথার ওপর বিশ্বাসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলাম। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো হোক আরও উৎসবমুখর।”
দর্শন বিভাগে ভর্তি হওয়া নবীন এক শিক্ষার্থী বলেন, আমার বাড়ি রাজশাহীতে। বাবাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগে পড়েছেন। ফলে বাবার সঙ্গে অনেকবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার সুযোগ হয়েছে। সত্যি কথা বলতে, আমার বাবার সঙ্গে ক্যাম্পাসে ঘুরতে যেয়েই ক্যাম্পাসের প্রেমে পড়েছি। যদিও এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় না। তারপরও জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের সংস্কৃতিচর্চা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেই ভালোলাগা কাজ করেছিল। এখানে এসে বিশ্ববিদ্যালয় জগৎ আমার কাছে স্বপ্নের মতোই লাগছে। আজ আমি এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, ভাবতেই অন্যরকম ভালো লাগছে।”
এ তো গেল আবেগের কথা। অনেকে নিজের জন্য দেশের জন্য ভালো কিছু করার স্বপ্নের জাল বুনতেও শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে রজনীগন্ধা হাতে হাঁটছিলেন পাবনা থেকে আসা নাঈম। এই শিক্ষার্থী বলেন, ‘পরিশ্রম ও মা-বাবার দোয়ায় আজ এখানে আসতে পেরেছি। এই পরিশ্রম অব্যাহত রেখে একজন মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবো। যাতে পরিবার ও দেশের জন্য কাজ করতে পারি।’
এদিকে নবাগতদের আগমনকে কেন্দ্র করে যাতে র্যাগিংয়ের ঘটনা না ঘটে, সেজন্য তৎপর রয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, “এখানে কোনো ভয় থাকবে না,ভীতি থাকবে না, র্যাগিং থাকবে না, জোর করে শ্রদ্ধা আদায় থাকবে না। এখানে আমরা বুকে টেনে নেওয়ার চর্চা করতে চাই। এর বাইরে যারা যাবে তাদের জন্য আমরা বেশ কঠোর। এখানে যারা ভয় দেখাবে বরং তারাই ভয়ে থাকবে।”
নবীনদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ সময় নবীনদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে স্লোগান দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ (অভি) বলেন, “আমরা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময়ই চাই বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক। বিশ্ববিদ্যালয় পড়াশোনা-গবেষণাসহ মুক্ত চর্চার কেন্দ্র হোক। র্যাগিংসহ সকল অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সবসময় সতর্ক অবস্থানে থেকেছি। আগামী দিনগুলোতেও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম বজায় রাখতে বিভিন্ন বিভাগের নবীনদের সাথে ইতোমধ্যেই আমরা কথা বলেছি। সবার প্রচেষ্টায় এগিয়ে যাক প্রাণের এই বিদ্যাপীঠ।”
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়