নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

মোঃ মোজাহিদুর রহমান।।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ০১ জুলাই সোমবার বিকেল ৪টায় উপজেলা মিলনায়তনে নবাগত বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, ফকিরহাট উপজেলা পেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক নাসির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

এসময় উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য পিকে অলক ,মান্না দে, আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব শেখ শিহাব উদ্দিন রুবেল, খুলনা রিপিাটার্স ক্লাবের সভাপতি বি এম রাকিব হাসান, সাংবাদিক এম জাকির হোসেন, শিক্ষাবার্তা ডট কম পত্রিকার সাব এডিটর ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ মোজাহিদুর রহমান, আলমগীর হোসেন, মো:মনিরুজ্জামান, হোসেন, মাসুম বিল্লাহ, এম এম সি মেহেদী,আনিসুর রহমান, সাগর মল্লিক, কামরুল ইসলাম, বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইউপি সচিববৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।