বগুড়াঃ রাস্তা না থাকায় দূষিত পানি মাড়িয়ে স্কুলে যেতে হচ্ছে নন্দীগ্রাম উপজেলার প্রত্যন্ত পল্লীর গুলিয়াকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এমন দুর্ভোগ দেখেও না দেখার ভান করে আছে সংশ্লিষ্ট দপ্তর, অভিযোগ ভুক্তভোগীদের।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯১৯ সালে নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের নাগর নদীর বাঁধের পাশে কৃষ্ণপুর গ্রামে স্থাপিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিত্যক্ত জমির আইল পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে কোমলমতি শিশুদের।
বিদ্যালয়ে যাতায়াতের জন্য ব্যবহৃত জমির আইল সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। এতে হাঁটু পানি ভেঙে বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। আবার বিদ্যালয়ের পেছনে বাঁশঝাড় ও গোরস্তান রয়েছে। সেদিক দিয়ে বর্ষার সময় আসতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল মাহামুদ ও রাব্বী হাসান বলে, বর্ষার সময় বিদ্যালয়ে যাতায়াতের পরিত্যক্ত জমির আইল ডুবে যায়। মাঝেমধ্যেই পড়ে গিয়ে বই-খাতাসহ পোশাক ভিজে যায়। কর্তৃপক্ষ যেন দ্রুত আমাদের স্কুলের রাস্তা বানিয়ে দেয়।
স্থানীয় অভিভাবক সুমুর আলী বলেন, স্কুল প্রতিষ্ঠার পর থেকে কোনো রাস্তা নেই।
আর বর্ষার সময় নাগর নদীতে বৃষ্টির পানি বৃদ্ধি পায়। যার ফলে ফসলি মাঠসহ জলাশয় ডুবে যায়। নানা ধরনের ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুলে ছেলে-মেয়েদের পাঠাতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, খরা মৌসুমে যাতায়াত করা গেলেও বর্ষার মৌসুমে বিদ্যালয়ে আসার সময় প্রতিদিনই শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যাচ্ছে। এতে অভিভাবকরা ক্ষুব্ধ।
এই ভোগান্তি নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, বিদ্যালয়ের রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান করা হবে।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুল হক বলেন, কয়েক দিন আগে এই উপজেলায় যোগদান করেছি। আমার জানা ছিল না। তবে বিষয়টি নিয়ে মাসিক সমন্বয় মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দ্রুতই শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের নিরাপদ ব্যবস্থা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়