কুমিল্লাঃ জেলার তিতাসে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ে প্রাইভেট মাধ্যমিক শিক্ষকদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ শুক্রবার জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয় কল্যাণ সমিতির উদ্যোগে যে সকল কিন্ডার গার্টেনে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান কর্মসূচি অব্যাহত আছে এমন ২২টি বিদ্যালয়ের ১৯৮জন শিক্ষক প্রথম দিন বৈরী আবহাওয়ার মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহাম্মদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তার। এতে স্বাগত বক্তব্য রাখেন জিনিয়ার ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ। এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন, ইভা মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, তিতাস মিশন স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল ফরহাদ, বন্দরামপুর আদর্শ একাডেমির পরিচালক মো. খাইরুদ্দিন, গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, আয়েশা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সবুজ আহমেদ, রাইন প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম প্রমূখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়