ফরিদপুরঃ জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের ডহরনগর প্রিয়বাসিনী মাধ্যমিক বিদ্যালয়রের সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা জমিতে ধান রোপন করেছেন।
সোমবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের পাশে জাহাঙ্গীর শেখের প্রায় ৩০ শতাংশ জমিতে একজন শিক্ষকের তত্বাবধানে তারা ধানের চারা রোপন করে দেয়। হাতে-কলমে ধান রোপনের অভিজ্ঞতা অর্জন করতেই তারা এ কাজ করে।
স্থানীয় ও বিদ্যায়লয় সুত্র জানায়, বাংলাদেশ সরকারের শিক্ষা ক্ষেত্র পরিবর্তিত নতুন কারিকুলাম অনুযায়ী বাস্তব অভিজ্ঞতা অর্জনে মাঠে নেমে জমিতে ধান রোপন করেছে শিক্ষার্থীরা।
জমির মালিক জাহাঙ্গীর শেখ বলেন, আমার মেয়ে ওই স্কুলের ছাত্রী। স্কুলের পাশেই আমার জমি। শিক্ষকরা বললেন আপনার জমিতে স্কুলের ছাত্রছাত্রীরা ধান রোপন করবে, যা এটি শিক্ষারই একটা অংশ। আমি আমার জমি দিয়েছি এবং তাদের সহোযোগিতা করেছি। তবে এটা ভালো উদ্যোগ।
প্রিয়বাসিনী মাধ্যমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক মো. আছাদুজ্জামান বলেন, বর্তমান কারিকুলামের সপ্তম শ্রেণির “জীবন ও জীবিকা” বিষয়ের একটি অধ্যায়ে বাস্তব শিখন অনুযায়ী ছাত্র-ছাত্রীরা ধানের চারা রোপন করেছে। বিদ্যালয়ের একজন অভিভাবকের জমিতে ধান রোপনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। ধান কিভাবে রোপন করতে হয় সেটা তারা বাস্তবে শিখেছে।
এ বিষয়ে বিদ্যালয়র প্রধান শিক্ষক বিনয় রায় বলেন, বিদ্যালয়ের পাশেই অভিভাবক জাহাঙ্গীর শেখের জমি। সেই জমি চাষযোগ্য করে ধান রোপন করে স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা । ষষ্ট ও সপ্তম শ্রেণিত চালু হওয়া নতুন কারিকুলামের পাঠ্য বইয়ে বাস্তব অভিজ্ঞতামুখী শিক্ষা ব্যবস্থা কার্যকর। সেই কারিকুলাম অনুযায়ী শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে ধান রোপন করা শিখিয়েছেন। এ ব্যাপারে জমির মালিকের নিকট থেকে কোন প্রকার প্রণোদনাও নেওয়া হয়নি।
এ বিষয় উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মো: আনোয়ার হোসেন বলেন, বর্তমান কারিকুলাম হচ্ছে বাস্তবমুখী কারিকুলাম। শিক্ষার্থীরা হাতে কলমে সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষা অর্জন করবে। স্কুলের শিক্ষার্থী দ্বারা ধান রোপন একটি ভালো উদ্যোগ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়