নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত ৮ ম ও ৯ম শ্রেণিতে পাঠ্যপুস্তক এর সাহায্যে শিখন কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা লক্ষে প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষক হতে আগ্রহী মাধ্যমিক শিক্ষকদের আবেদন করতে নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বুধবার মাউশির সহকারী পরিচালক মোসাঃ আইরিন হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বিজ্ঞপ্তিটিতে মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (সাধারণ/মাদ্রাসা/কারিগরি/সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযুক্ত মাধ্যমিক শাখা) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত ৮ ম ও ৯ম শ্রেণিতে পাঠ্যপুস্তক এর সাহায্যে শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। নতুন শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন হয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক/কর্মকর্তাগণকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষক হতে আগ্রহী মাধ্যমিক পর্যায়ে (সাধারণ/মাদ্রাসা/কারিগরি) শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত শিক্ষক (যাদের পিডিএস/ইনডেক্স নম্বর রয়েছে/স্থায়ী নিয়োগ) এবং কর্মকর্তার ক্ষেত্রে শুধু উপজেলা একাডেমিক সুপারভাইজারগণের নিকট হতে আবেদন গ্রহণ করা হবে।
এতে বলা হয়, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করা হবে (নির্দেশিকা সংযুক্ত)। প্রশিক্ষক হতে আগ্রহী সংশ্লিষ্ট শিক্ষক/কর্মকর্তগণকে www.emis.gov.bd ওয়েবসাইটে NCF মডিউলে প্রশিক্ষকগণের জন্য আবেদন ফরম’ লিংকের মাধ্যমে নিম্নবর্ণিত ছকের সময়সীমা অনুযায়ী আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক নির্বাচনের জন্য EMIS সিস্টেমে আবেদন করার নির্দেশিকা দিয়েছি অধিদপ্তর। নির্দেশিকায় জানানো হয়, প্রশিক্ষক হতে আগ্রহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এর শিক্ষক, মাধ্যমিক পর্যায়ে (সাধারণ শিক্ষা/মাদ্রাসা শিক্ষা/কারিগরি শিক্ষা) পাঠদানরত শিক্ষক (যাদের পি.ডি.এস/ইনডেক্স নাম্বার রয়েছে/ স্থায়ী নিয়োগ), এ টু ব্রান্ড অ্যাম্বাস্যাডর শিক্ষক, উপজেলা একাডেমিক সুপারভাইজারগণ অনলাইনে www.emis.gov.bd সাইটের NCF মডিউলে “প্রশিক্ষকদের জন্য আবেদন ফরম” লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।
আই.এর
এতে আরও বলা হয়, পূর্বে রেজিস্ট্রেশনকৃত অথবা এমপিওভূক্ত অথবা সরকারি শিক্ষক যাদের তথ্য পূর্বে অন্তর্ভূক্ত করা হয়েছে সে সমস্ত সরকারি-বেসরকারি শিক্ষকদের পূনরায় রেজিস্ট্রেশন করার দরকার নাই। প্রতিষ্ঠানে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত যে সমস্ত শিক্ষকের তথ্য EMIS ডাটাবেইজে নাই তাদেরকে রেজিস্ট্রেশন করে EMIS সিস্টেমে অন্তর্ভুক্ত হতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমপিওবিহীন শিক্ষকগণ প্রথমে emis.gov.bd সিস্টেমে রেজিস্ট্রেশন করে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনুমোদন করতে হবে। এমপিওভুক্ত শিক্ষকগণের রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে সকল শিক্ষকগণের EMIS সিস্টেমে পূর্বে রেজিস্ট্রেশন করা নাই তাদের প্রথমে emis.gov.bd সিস্টেমে রেজিস্ট্রেশন করে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনুমোদনের পর মাধ্যমিক উইং কর্তৃক অনুমোদন করতে হবে।
বিস্তারিত আবেদন প্রক্রিয়া দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়