নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাটঃ জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প একটি ব্যতিক্রম স্বপ্নতাড়িত অনুষ্ঠান। আমরা নতুন করে একটি যুদ্ধ শুরু করলাম, শিক্ষার যুদ্ধ। দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের শেষ দিনে গতকাল দুপুরে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় সংসদের হুইপ আরো বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। তাই শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি তিনি। ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে অনুষ্ঠিত ওই শিক্ষক ক্যাম্পে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল প্রমুখ।
ওই শিক্ষক ক্যাম্পে জয়পুরহাটের তিন উপজেলা কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের ২৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার ২০০ জন শিক্ষক অংশ নেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়