এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ও ক্লাস শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৫ তারিখে (মঙ্গলবার)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকে (সম্মান) ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ৫ সেপ্টেম্বর ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির জানান, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল এবং ওরিয়েন্টেশন বক্তা হিসেবে থাকবেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ক্র্যাক প্লাটুনের গেরিলা মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ।
বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের তারিখ জানার পরই উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ভর্তিকৃত নবীন শিক্ষার্থী ফাওজিয়া তাবাসসুম ঐশী বলেন, “ওরিয়েন্টেশন নিয়ে আমি খুবই এক্সাইটেড। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম পথচলা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। আমার নজরুল বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ও সুনাম সম্পর্কে সবাই অবগত। নিজেকে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে পেয়ে আমি এবং আমার পরিবার গর্ববোধ করছি। আমি ও আমার প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে ১ হাজার ৮০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। যার মধ্যে ‘এ’ ইউনিটে ১৬০, ‘বি’ ইউনিটে ৭০০ এবং ‘সি’ ইউনিটের অধীনে রয়েছে ২২০টি আসন। এরই মধ্যে সাধারণ ও কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২১ ও ২২ আগস্ট চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়