জয়পুরহাটঃ জেলার পাঁচবিবির বড় মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেত থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কলেজছাত্র সৌরভ হোসেন (১৮) পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। তিনি সড়াইল আদর্শ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদপুর গ্রামের মিঠু মিয়া বলেন, ‘সকালে বাড়ির পাশে ফসলের মাঠে মাছ ধরতে যাওয়ার সময় লাশটি দেখতে পাই। তখন পাড়ার ভেতরে এসে চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে যান। পরে কাছে গিয়ে দেখতে পাই এটি সৌরভের লাশ। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মিনহাজুল ইসলামকে জানাই।’
নিহতের মা সামছুন্নাহার বলেন, ‘রাত ৯টার দিকে খাবার খেয়ে আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ছেলে তখন অন্য ঘরে মোবাইল ফোনে গেম খেলছিল। এর কিছুক্ষণ পরে রাত ১০টার দিকে ছেলের ঘরে গিয়ে দেখি সে নেই। ছেলের মোবাইল ফোন কলে কল দিলেও সে রিসিভ করেনি। তখন আশপাশের পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি। ভোরে বাড়ির পাশে ধানক্ষেতে আমার ছেলের লাশ পাই। আমি এই হত্যার বিচার চাই।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলেকে ধানক্ষেতে নিয়ে গিয়ে গলায় ছুরিকাঘাত ও বাম হাতের রগ কেটে দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমি বিচার চাই।’
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টির তদন্ত চলছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়