দ্বাদশ সংসদ নির্বাচন: কুষ্টিয়ায় নৌকা প্রতীক পাচ্ছেন যারা! 

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে কুষ্টিয়ার চারটি আসনের বিপরীতে মনোনয়ন ফরম কিনলেন আওয়ামী লীগের ৩০ নেতা কর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মনোনয়ন বিক্রির খুলনা বুথের দায়িত্বে থাকা এড. শেখ হাসান মেহেদী।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে ১৪ জন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে ৫  জন, কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে ৬ জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা সকলেই কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে বর্তমান সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, সাবেক ছাত্রনেতা সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব, সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীসহ ১৪ জন। এদিকে দলীয় মনোনয়ন পেতে ফর্ম কিনেছেন দৌলতপুর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিনের তিন ছেলে নাজমুল হুদা, আরিফ আহাম্মেদ এবং এজাজ আহাম্মেদ মামুন।

এদিকে কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) এই আসনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের ফর্ম কিনেছেন, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন এবং ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠুসহ ৫ নেতাকর্মী।

কুষ্টিয়া-৩ (সদর) এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন কুষ্টিয়া-৩(সদর) আসনের বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দেশবরেণ্য আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ডা. এ.এফ.এম আমিনুল হক রতন, সহ-সভাপতি লাইলা আরজুমান বানু ও খন্দকার মাহাতাবুল হক জয়সহ মোট ৬ জন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আসনের বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ, ব্যারিস্টার আমীর-উল ইসলামের মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন জাফরসহ ৫ জন।

এবিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, আওয়ামী লীগ দেশের সবচাইতে বড় দল, এই দলে তো মনোনয়ন এর প্রতিযোগিতা থাকবেই । কিন্তু দল যাকে মনোনয়ন দিবে, দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা যার হাতে নৌকা প্রতীক তুলে দিবেন, সমস্ত নেতা কর্মী নৌকার প্রার্থীকে জয়ী করার জন্য এক জোট হয়ে কাজ করবে।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান বলেন, এবারই সর্বচ্চ মনোনয়ন ফর্ম কেনা হয়েছে। তবে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীরা কাজ করবে। আওয়ামী লীগ সরকারের আমলে কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। এবারও আওয়ামী লীগের জয় হবে।

তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি সূত্র নিশ্চিত করেছে এবার দলীয় মনোনয়নে পরিবর্তন আসতে পারে দুইটি আসনে। আসন দুটি হচ্ছে কুষ্টিয়া-১ (দৌলতপুর)  আসন এবং কুষ্টিয়া সদর আসন। অন্যদিকে কুষ্টিয়া-২ (ভেরামারা-মিরপুর) আসন নির্ভর করছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে এ আসনটি ছেড়ে দেওয়ার উপর।

আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সবকিছু চুড়ান্তের জন্য অপেক্ষা করতে বলছেন বৃহস্পতিবার পর্যন্ত। ঐ দিন দলীয় সভানেত্রী ও নির্বাচন কমিটি প্রার্থী চূড়ান্ত করবেন।

কেন্দ্রীয় ঐ সূত্র জানায়, কুষ্টিয়া-১ আসনে বর্তমান এমপি আ ক ম সারোয়ার জাহান বাদশার পরিবর্তে মনোনয়ন পেতে পারেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, সাবেক ছাত্রনেতা সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব। তিনি ইতিমধ্যে দল থেকে গ্রীণ সিগন্যালও পেয়েছেন।

কুষ্টিয়া-২ আসনটি্র বর্তমান এমপি জাসদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাসদ আওয়ামীলীগের অন্ত্যতম সরিক দল। জোটগত ভাবে আসনটি আওয়ামী লীগ হাতছাড়া না করলে আসনটিতে মনোনয়ন পেতে পারেন রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ।

অন্যদিকে কুষ্টিয়ার সবচেয়ে আলোচিত আসনটি হচ্ছে কুষ্টিয়া-৩ (সদর) আসনটি। আসনটির বর্তমান সাংসদ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী নেতা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তবে এবার আসনটীতে প্রার্থী হয়েছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম। তিনি আওয়ামী লীগের ঘনিষ্ট মিত্র ও পরীক্ষিত ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠক, ঘোষণাপত্র রচয়িতা এবং বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভায় ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি প্রথম জাতীয় সংসদে এই আসনের সংসদ সদস্য ছিলেন। এবার ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম মনোনয়ন পেতে পারেন। তবে অন্য কোন আসন থেকে দলীয় মনোনয়ন কিংবা দলীয় গুরুত্বপূর্ণ নেতৃত্বে রাখা হতে পারে মাহবুব উল আলম হানিফকে।

অন্যদিকে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী)  আসনটিতে প্রার্থী অপরিবর্তিত রাখা হতে পারে বলে জানায় কেন্দ্রীয় ঐ সূত্র। আসনটির বর্তমান সাংসদ ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়