নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যে কোনো অভিযোগে দোষী প্রমাণিত হওয়ার আগে শিক্ষকদের সাময়িক বরখাস্ত না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
প্রাথমিক শিক্ষক সমিতির সদ্যপ্রয়াত সভাপতি মো. আতিকুর রহমান আতিকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল থেকে এ আহ্বান জানানো হয়।
শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আছমা খানম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান।
শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
বক্তারা বলেন, অনেক সময় দেখা যায় হুটহাট যে কোনো অভিযোগ উঠলেই শিক্ষকদের সাময়িক বরখাস্ত করে রাখা হয়। পরে ওইসব অভিযোগ তদন্তে দীর্ঘদিন লেগে যায়। শিক্ষক সাময়িক বরখাস্ত হয়ে থাকায় আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ প্রক্রিয়া থেকে কর্তৃপক্ষকে সরে আসতে হবে। দোষী প্রমাণিত হওয়ার আগে শিক্ষকদের সাময়িক বরখাস্ত করে রাখা থেকে বিরত থাকতে হবে।
সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি আছমা খানমকে পরবর্তী কাউন্সিল পর্যন্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
পরে দোয়া পরিচালনা করেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক এম এ ছিদ্দিক মিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. আনিসুর রহমান, মো. গোলাম মোস্তফা, মো. হাবিবুর রহমান, মো. জাকির খান কামাল প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়