দোকান উচ্ছেদের নোটিশ বিষয়ে হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অধিগ্রহণ ও আইনি প্রক্রিয়া ব্যতিত ব্যক্তি মালিকানাধীন দোকান উচ্ছেদের নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট।

একই সঙ্গে অধিগ্রহণ ও আইনি প্রক্রিয়া ব্যাতিত ব্যক্তি মালিকানাধীন দোকান উচ্ছেদের না করার নির্দেশনা (mandamus) কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

একই সঙ্গে সওজ এর নিবাহী পরিচালক ও জেলা প্রশাসক, কুমিল্লা এর নিকট রিট পিটিশনের দায়েরকৃত রিপ্রেজেন্টেশন সাত মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।

রিটকারীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ১২ মার্চ হাইকোর্টের মাননীয় বিচারপতি কে এম কামরুল কাদের ও মাননীয় বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর পক্ষে মামলাটি শুনানি করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো: মনিরুল ইসলাম মিয়া।

আইনজীবী মোঃ মনিরুল ইসলাম মিয়া বলেন, জয়পুর মৌজার অধীনে জেলা-কুমিল্লা, থানা-দাউদকান্দি, সিএস খাতিয়ানের ১৩৭ নং সিএস এবং আরএস প্লট নং এর সারে ১৩ শতাংশ জমিতে রিট পিটিশনার এর মালিকানাধীন ৪ টি দোকান উচ্ছেদের নোটিশ প্রদান করেন সওজ উক্ত নোটিশটি অধিগ্রহণের উপযুক্ত আইনি প্রক্রিয়া অনুসরণ না করে প্রদান করা হয়েছে। উক্ত নোটিশ চ্যালেঞ্জ করে রিট পিটিশনটি দায়ের করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩