শফিকুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতাঃ দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে চিত্রাঙ্কন প্রতিয়োগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণীগঞ্জ আদর্শ প্রি- ক্যাডেট স্কুল এন্ড রাণীগঞ্জ আদর্শ বিদ্যা নিকেতনে দৈনিক যায় যায় দিন এর ঘোড়াঘাট প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফি ও দৈনিক যায়যায় দিন এর ফ্রেন্ডস ফোরামের যৌথ উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় রাণীগঞ্জ আর্দশ প্রি-ক্যাডেট স্কুল এন্ড রাণীগঞ্জ আদর্শ বিদ্যা নিকেতনের পরিচালক লায়ন মোঃ রুহুল আমিনের সভাপত্বিতে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, সিংড়া ইউপি চেয়াম্যান আব্দুল মান্নান মন্ডল, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, সরকারী রাণীগঞ্জ দ্বিতীয় দ্বি- মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহজান সরকার রাজু, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক ও শিক্ষক আলিমুর রাজী শুভ রাণীগঞ্জ আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক পরিমল সরকার, সহকারী শিক্ষক আম্বিয়া খাতুন, আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সাংবাদিক মনোরঞ্জন মহন্ত। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিয়োগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।