দে‌শে ক‌য়েকশ বিদ্যালয় ও ক‌লেজ সরকারিকরণ হ‌য়ে‌ছে

পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ‌সিং এম‌পি

বান্দরবানঃ পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ‌সিং এম‌পি ব‌লেছেন, বর্তমান সরকা‌রের আমলে দে‌শে ক‌য়েকশ প্রাথ‌মিক বিদ‌্যালয়‌ ও ক‌লেজ সরকারিকরণ করা হ‌য়ে‌ছে। পার্বত্য বান্দরবা‌নে এ সরকা‌রের আম‌লেই ১৪‌টি ক‌লেজ স্থাপিত হ‌য়ে‌ছে। পাশাপা‌শি দূর্গম এলাকাগু‌লো‌তেও পৌ‌ছে গে‌ছে শিক্ষা আলোর পাশাপাশি ৪২ হাজার সোলারের মাধ্যমে বিদ‌্যুৎতের আলো।

শ‌নিবার (১৬ সে‌প্টেম্বর) সকা‌লে পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের অর্থায়‌নে ৬‌ কো‌টি ৭০ লখ টাকা ব‌্যয়ে বান্দরবান পৌরসভার বনরূপা পাড়ায় ড্রেন নির্মাণ ও এল‌জিইডির ৪‌ কো‌টি ৪১ লক্ষ ব‌্যয়ে প্রাথ‌মিক শিক্ষা অফি‌সের ত্রিতল ভব‌নের ভি‌ত্তিপ্রস্তর স্থাপ‌নের প‌রে প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

পার্বত্য মন্ত্রী আরও ব‌লেন, বান্দরবানের সাতটি উপ‌জেলায় ঘ‌রে ঘ‌রে পৌ‌ছে গে‌ছে বিদ‌্যুৎতের আ‌লো। এছাড়াও দুর্গম এলাকায় সা‌ড়ে ৪২ হাজার শ‌ক্তিশালী সোলার বিতরণ করা হ‌য়ে‌ছে। এখন পহা‌ড়ের প্রত্যেক এলাকা শিক্ষার পাশাপাশি বিদ্যুৎতের আলোতে আলো‌কিত। তি‌নি ব‌লেন, দ‌রিদ্রদের জন‌্য সরকার ভিজি‌ডি ভিজিএফ, বয়স্ক ভাতা, দুগ্ধভাতাসহ বি‌ভিন্ন ধর‌নের ভাতা চালু ক‌রে‌ছে। তাছাড়া যোগা‌যোগ ব্যবস্থায়ও আনা হ‌য়ে‌ছে আমূল প‌রিবর্তন।

এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরূপ রতন সিংহ, বান্দরবান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ, পৌর মেয়র মো. সামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়