দুর্নীতির শাস্তি: প্রধান শিক্ষকের এক বছরের ইনক্রিমেন্ট বন্ধ
আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
মানিকগঞ্জঃ জেলার হরিরামপুরের আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় এক বছরেরর বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের উপপরিচালক মির্জা মো. হাসান খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
রবিবার দুপুরে উপজেলা প্রাথনিক শিক্ষা অফিসার মো. মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
অফিস আদেশে বলা হয়েছে, মেহেদী হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় মামলা রুজু হওয়ায় তার লিখিত জবাব, ব্যক্তিগত শুনানী ও রেকর্ড পত্রাধি পর্যালোচনায় তার বিরুদ্ধে অসাদাচরণ ও দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ (২) (খ) মোতাবেক এক বছরের জন্য একটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হলো।
আদেশে আরও উল্লেখ করা হয়, স্থগিতকৃত বেতন বৃদ্ধি পরবর্তীতে বকেয়া হিসেবেও প্রাপ্য হবে না বলেও জানা যায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়