দুই শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুই শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ ১ অধিশাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক স্বাজ চক্রবর্তীকে নারায়ণগঞ্জ তোলারাম সরকারি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক পদে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষক খালেদ সাইফুল্লাহকে টাঙ্গাইলের সরকারি মুজিব কলেজ, সফিপুরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই প্রজ্ঞাপন কার্যকর হবে।

বদলির প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়