নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ দৈনিক মুজুরি ভিত্তিতে কাজ করা একজন শ্রমিকও দিনে ৫০০ টাকা পান অথচ আমরা যে বেতন পায় তা দৈনিক হিসেব করলে আসে ৪০০ টাকা। কথা গুলো বলছিলেন নওগাঁর একজন এমপিওভুক্ত শিক্ষক।
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় মানববন্ধন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট পত্নীতলা উপজেলা শাখা শনিবার (১৮ মার্চ) দুপুরে জেলার নজিপুর গোল চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষকরা।
এ সময় তারা বলেন, আমাদের যে বেতন তাতে দিন চারশো টাকা পরে, অথচ একজন শ্রমিক দিনে ৫০০ টাকা আয় করেন। সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও আমরা একই কাজ করি অথচ বেতনে অনেক বৈষম্য। বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান তারা।
তারা আরও বলেন, সরকারি চাকরিজীবীরা শতভাগ উৎসব ভাতা পেলেও আমরা পাই সিকিভাগ। শিক্ষক সমাজ বেরসিক, তাই শ্রান্তি বিনোদন ভাতা দুঃস্বপ্ন! বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা, চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা, যা বিশ্বের ইতিহাসে বিরল। আগামী ২০ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে বৃহৎ আন্দোলন গড়ে তেলার হুমকি দেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব দাস মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে এ সময় অন্যান্যদের মধ্যে মধইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেন, গাহন উচ্চ বিদ্যালয়ের সুলতান মাহমুদ, শিহারা উচ্চ বিদ্যালয়ের আসাদুজ্জামান, বামইল উচ্চ বিদ্যালয়ের শেখ সাদী, পুঁইয়া উচ্চ বিদ্যালয়ের জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়