দাউদকান্দিতে ৪২০ ও ৪২১তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন সম্পন্ন

শরীফ আহমেদ,দাউদকান্দি উপজেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার ৪২০ ও ৪২২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন প্রশিক্ষণটি আজ সকাল ৯.০০টায় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতি করেন জনাব কামরুল ইসলাম খান, সভাপতি, বাংলাদেশ স্কাউটস, ও উপজেলা নির্বাহী অফিসার, দাউদকান্দি, কুমিল্লা। প্রধান অতিথি জনাব মেজর মোহাম্মদ আলী (অবঃ), চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দাউদকান্দি, কুমিল্লা।
আরও উপস্থিত ছিলেন জনাব কানিজ আফরোজ, মাধ্যিমক শিক্ষা অফিসার, দাউদকান্দি, কুমিল্লা। আরও স্কাউটের ট্রেনারবৃন্দ।

মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫ জন এবং প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

স্কাউটের জনক রর্বাট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল। তার জন্ম ১৮৫৭ সালে। মৃত্যু ১৯৪১ সালে।

স্কাউটিং আন্দোলন হচ্ছে – প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূলনীিত ও পদ্ধিতিতে পরিচালিত শিশু, কিশোর ও যুবকদের জন্য স্কাউটিং একটি স্বেচ্ছােসবী, অরাজনৈতিক ও শিক্ষা মূলক আন্দোলন।

স্কাউটের মূলনীতি তিনটি- ১. অাধ্যাত্নিক নীতি ১. ব্যক্তিগত ৩. সামাজিক নীতি।

সর্বশেষ সবার মঙ্গল কামনা করে প্রশিক্ষণটি সমাপ্ত ঘোষনা করে।