নিজস্ব প্রতিবেদক।।
চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজ চত্বরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা বিস্তার, নতুন কারিকুলাম এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজ মিলিয়ে প্রায় দেড় হাজার শিক্ষক অংশ নেন।
শনিবার (১১ নভেম্বর) বিকালে শিক্ষকদের নিয়ে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম (বীরউত্তম)।
এ সময় তিনি বলেন, এই সমাবেশ রাজনৈতিক সমাবেশ নয়।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে তৈরি করতে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, তা দূর করতে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
মেজর আরো রফিক বলেন, দক্ষ শিক্ষক না হলে স্মার্ট বাংলাদেশ হবে না। প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের বাছাই করতে হবে, কারণ এক এক শিক্ষার্থী এক এক ভাবে পারদর্শী।
শিক্ষার্থীদেরকে গণিত ও বিজ্ঞান সাবজেক্টে ভীতি দূর করতে হবে।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদ উল্যা মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুণ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিনসহ এলাকার বিশিষ্টজনেরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়