ঢাকাঃ ত্বক পরিচর্যা নিয়ে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। আধুনিক সময়ে এত তথ্য অনলাইনে যে ভ্রান্ত ধারণা কাজ করাটাই স্বাভাবিক। তবে ত্বক যত্নে সচেতন হওয়া প্রয়োজন।
রেটিনয়েড ত্বকে অস্বস্তি তৈরি করলে ব্যবহার বন্ধ করুন
রেটিনয়েড ত্বকে বয়সের ছাপ রোধ করতে সাহায্য করে৷ ভিটামিন এ থেকে প্রস্তুত করা তৈরি করা এই ওষুধ ত্বকে ব্যবহার করলে অস্বস্তি হতে পারে। ত্বকে শুষ্কতা, লালচেভাব ও আঁশ ওঠার মতো ঘটনা ঘটে। তখন অনেকে রেটিনয়েড ব্যবহার বন্ধ করতে বলেন। তবে এটি বন্ধ না করে ব্যবহার পদ্ধতি পরিবর্তন করুন। ঘন ঘন ব্যবহার না করাই ভালো।
আই ক্রিম ফ্রিজে রাখুন
এটিও একটি ভ্রান্ত ধারণা। মূলত চোখের ফোলাভাব কমাতে ঠাণ্ডা ভাপ কাজ করে ভেবেই এমন করা হয়। বাস্তবে তেমন উপকার মেলে না। বরং তাপমাত্রায় ওঠানামা এই ক্রিম নষ্ট করে দেয়।
দামি প্রসাধনীর উপকার বেশি
দাম বেশি হলে উপকার বেশি হবে এমন ভাবার কারণ নেই৷ বরং ত্বকের ধরণ অনুসারে প্রসাধনী বাছাই করুন। দামি হলেই ভালো নয়।
তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার লাগে না
এটাও ভুল ধারণা। তৈলাক্ত ত্বকও শুষ্ক হতে পারে। তাই ময়েশ্চারাইজার সময় বুঝে ব্যবহার করুন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়