শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়েরর (ঢাবি) শিক্ষার্থীদের আঘাত করে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এসময় তিনি এই নির্যাতনকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে এর বিচার দাবি করেন।
সোমবার একটি বেসরকারী হাসপাতালে আহত ছাত্রলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম কে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে বেধড়ক মারধর করেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। মারধরের শিকার তিন ছাত্রলীগ নেতা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান । উক্ত ঘটনায় এই পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়।
শিক্ষার্থী এবং সেই শিক্ষাির্থী অমানবিক আচরণের শিকার হবে এবং কেউ তার উপর এ ধরনের আঘাত করবে আর রেহাই পেয়ে যাবে, সেটি হতে পারে না। বিশ্ববিদ্যালয় থেকে জোরালো দাবি থাকবে, সরকারের সংশ্লিষ্টদের প্রতি, আইন যেন তার নিজস্ব গতিতে চলে। যে অপরাধ সংঘটিত হয়েছে, সেটা এক ধরনের ফৌজদারি অপরাধ। এটির বিচার হওয়া খুবই জরুরী।
খুবই অনাকাঙ্খিত ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী খুবই অনভিপ্রেত ঘটনার শিকার হলো। এটি খুবই অমানবিক। যারা এটা ঘটিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কোনো পেশাদারিত্বের বহিঃপ্রকাশ রাখেননি। যা অপেশাদারি, অমানবিক আচরণ। কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। এটি অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্যে সুষ্ঠু বিচার হওয়া বাঞ্চনীয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়