ঢাবি পড়ুয়া মেয়ের স্বপ্ন সড়কেই শেষ

নিউজ ডেস্ক।।

রোববার তখন ভোর। ওই সময় ইমাদ পরিবহনের বাসে করে ঢাকা যাচ্ছিলেন মাসুদ মিয়া। সঙ্গে ছিলেন ২০ বছর বয়সী মেয়ে সুইটি। কিন্তু হঠাৎ মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মেয়ে সুইটি আরো ১৭ জন। আহত হয়েছেন অন্তুত ৩০ জন।
এদিকে আহত বাবা মাসুদ মিয়াকে ভর্তি করা হয় শিবচরের পাঁচ্চর এলাকার ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। হাসপাতালের বেড়ে শুয়ে আদরের মেয়ের জন্য অঝরে কাঁদছেন তিনি। তাকে সান্তনা দেওয়া মতো ভাষা নেই কারো।

আহত মিয়া মাসুদ গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগসে নিরাপত্তরক্ষী হিসেবে কর্মরত আছেন। সেখানেই পরিবার নিয়ে থাকেন তিনি।

আহত মাসুদ মিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষে পড়তেন তার মেয়ে সুইটি। ঢাকার মিরপুরে ভাড়া বাসায় থাকতেন তিনি। সকালে মেয়েকে ঢাকায় পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু পথে এই দুর্ঘটনায় তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যান তার মেয়ে সুইটি।

তিনি আরো বলেন, রাস্তায় আমার সবকিছু শেষ হয়ে গেছে।’

প্রসঙ্গত, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার সকালে শিবচরের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করেছে হাইওয়ে পুলিশ, শিবচর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়