ঢাবির শিক্ষার্থী না হয়েও ২০১৯ সাল থেকে থাকছেন হলে!

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও ২০১৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে সিট দখল করে থাকছেন এক বহিরাগত।

তার নাম এনামুল হক আপন।

তিনি তিতুমীর কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মুহসীন হলের এক্সটেনশনের ১০২৮ রুমে বরিশাল জোনের একটি সিটে থাকেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী পরিচয়ে হলে থাকেন এনামুল।

এ বিষয়ে এনামুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও হলে থাকার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। আর্থিক অসচ্ছলতার কারণে ২০১৯ সাল থেকে মুহসীন হলের এই সিটে থাকি।

কার পরিচয়ে তিনি সিটে আছেন এটা স্বীকার করেননি এনামুল।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের একই বর্ষের এক শিক্ষার্থী জানান, প্রথম বর্ষে গণরুমে থাকার সময় আমরা এর প্রতিবাদ করেছিলাম। তবে সিনিয়রদের কারণে তখন মুখ বন্ধ রাখতে হয়েছে।

একাধিক শিক্ষার্থী থেকে জানা যায়, তিনি লাইব্রেরি এলাকায় বই, কারেন্ট অ্যাফেয়ার্সসহ শিক্ষাসামগ্রী বিক্রি করেন। বিজ্ঞান লাইব্রেরির পাশে তার বইয়ের দোকান রয়েছে।

এ বিষয়ে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান বলেন, বিষয়টি জানতে পারলাম। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাকসুদুর রহমান বলেন, এ ধরনের ঘটনা কাঙিক্ষত নয়। আমরা দ্রুতই ব্যবস্থা নেব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়