এ পদে সাদাদলের অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ড. মাসুদুর রহমান ৮২৮; নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদাদলের ড. মহিউদ্দিন ৪৬১ ভোট পেয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক আবু খালেদ মো. খাদেমুল হক ৮৪৫। এ পদে সাদাদলের প্রার্থী দেবাশীষ পাল পেয়েছেন ৩৬৬ ভোট।