ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের যাত্রী ছাউনির ফুটপাত থেকে বুধবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, প্রাণ হারানো ওই যুবকের নাম মাসুদ। তার পরিচয় বিস্তারিত জানা যায়নি।
শাহবাগ থানার এসআই শামীম মালত এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে শহীদুল্লাহ হলের যাত্রী ছাউনির ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’
তিনি বলেন, ‘স্থানীয়রা মাসুদের নাম ছাড়া আর কোনো তথ্য দিতে পারেনি, তবে তিনি ওই এলাকায় ভবঘুরে ছিলেন বলে জানায় তারা।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়