ঢাবির ফার্সি বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুমিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ।

রবিবার সকালে বিভাগের সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বাহাউদ্দীনের কাছ থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের শীতকালীন ছুটি এবং ২০২৪ সালের গ্রীষ্মকালীন ছুটি আংশিক পরিবর্তন করা হয়েছে। আগামী ১০-১৩ ডিসেম্বর

এ ছাড়া ২০২৪ সালের ২৬-৩০ মে এর গ্রীষ্মকালীন ছুটি পরিবর্তন করে ২৪-৩০ জুন নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার-২০২৪ প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী গত ২ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়