ঢাকা মেডিকেলে ভর্তি করা হচ্ছে শাহিনকে

খুলনা মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে দুর্বৃত্তদের হাতে গুরুতর আহত ১৪ বছর বয়সী শাহিনকে। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। এর আগে তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রাত ৯টায় শাহিনের চাচা মনসুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছুক্ষণ আগে মাওয়া ফেরি পার হয়েছি। শাহিন অ্যাম্বুলেন্সে ঘুমন্ত অবস্থায় আছে। কখনও কখনও চিৎকার করে উঠছে। তার মাথায় অনেক আঘাত লেগেছে। সকালে খুলনা মেডিকেলে সিটিস্ক্যান করার পর সেখানকার ডাক্তাররা ঢাকা মেডিকেলে ভর্তির কথা বলেছে।

আবু শাহিন ১৪ বছরের এক কিশোর। প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে শুক্রবার (২৮ জুন) সকাল বেলায় বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বেরিয়েছিল। কিন্তু ভাগ্য বড়ই নির্মম, যাত্রী সেজে ভ্যানটা হাতিয়ে নেওয়ার জন্য ওঁৎপাতে দুর্বৃত্তরা। পরে ওই কিশোরকে দিন-দুপুরে কুপিয়ে তার সর্বশেষ সম্বল ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে ৪ জন দুর্বৃত্ত।

শুক্রবার সকালে যশোর জেলার কেশবপুর উপজেলায় এই ঘটনাটি ঘটে। কিশোর আবু শাহিনের বাড়ি কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে। সে অত্র গ্রামের হায়দার মোড়লের একমাত্র ছেলে।

জানা যায়, শুক্রবার (২৮ জুন) সকাল বেলায় বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বেরিয়েছিল। দুর্বৃত্তরা ভ্যানটা হাতিয়ে নেওয়ার জন্য যাত্রী সেজে তার গাড়িতে উঠে। পরে পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের পথের মাঝে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ভ্যানটা হাতিয়ে নেয় তারা। গুরুতর আহত অবস্থায় প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে খুলনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ শনিবার সকালে আবু শাহিনের শারিরীক অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা বলেন, ঘটনাটি জানার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেই সঙ্গে ছেলেটির চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।

তিনি বলেন, পূর্বপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা হয়েছে। আমরা ছিনতাই হয়ে যাওয়া ভ্যান ও মোবাইল উদ্ধারসহ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছি।