ঢাকায় ফের ভয়াবহ বিস্ফোরণে ১ জন নিহত, আহত বহু

বাংলাদেশের রাজধানী ঢাকায় গুলিস্তান এলাকার কাছে সিদ্দিক বাজারে একটি বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত আর বহু হতাহত হয়েছে।

মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ঢাকার নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বিবিসি বাংলার সংবাদদাতা শাহনেওয়াজ রকি। বিস্ফোরণের সময় তাকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরে ছিল।

ঘটনাাস্থল থেকে এক তিনি জানিয়েছেন, বাদশা ট্রেডিং সেন্টার নামের একটি ভবনে বিস্ফোরণের পর ধংসস্তুপ আশেপাশের এলাকায় আঘাত করে। বিস্ফোরণে সড়কের ওপরে থাকা একটি বাসে একপাশে আঘাত করলে জানালার সব কাঁচ ভেঙ্গে গেছে এবং যাত্রীদের অনেকে আহত হয়েছে। এছাড়া ভবনটির সামনে থাকা বেশ কয়েকটি ভ্যান ও রিকশাচালক, পথচারী আহত হয়েছে।

এই ভবন ও আশেপাশের এলাকায় বেশিরভাগই স্যানিটারি দোকান বলে স্থানীয়রা।

বিস্ফোরণের সময় রাস্তার থাকা একটি যাত্রীবাহি বাসের একাংশের কাঁচের জানালা উড়ে গেছে। এছাড়া রাস্তার পাশে বেশ কিছু ভ্যান অপেক্ষা করছিল। বিস্ফোরণের ফলে অনেক ভ্যান চালকও আহত হয়েছে ।

আহতদের একটি ছোট ট্রাকে করে হাসাপাতালে নিয়ে যেতে দেখেছেন সংবাদ কর্মীরা।

এই বিস্ফোরণের পর সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেখানে একটি টাইলস ও স্যানিটারি দোকান ছিল। এছাড়া আশেপাশে আরো বেশ কিছু টাইলস ও স্যানেটারি দোকান রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম সেখানে গিয়ে একজনের মৃত দেহ আর বহু আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

কিন্তু কেন কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

গত রবিবার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় এরকম একটি বিস্ফোরণে তিনজন নিহত আর অন্তত ১৪ জন আহত হয়েছিল। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছিল।