শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট। ওই মহাসমাবেশ সফলের লক্ষ্যে গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় একটি হোটেলে মতবিনিময় করেন জোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
এ সময় উপস্থিত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০২৪ সাল হবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষকবান্ধব সরকার। আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।
সেলিম ভূঁইয়া বলেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক কর্মচারী ঐক্য জোট ঢাকায় মহাসমাবেশ আহ্বান করেছে। সেদিন যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সারা দেশের জনগণকে সংগঠিত করতে হবে। কারণ বর্তমান ভোট চোর সরকার ক্ষমতায় থাকলে শিক্ষক সমাজ তথা দেশের কোনো সমস্যার সমাধান হবে না।
তিনি শিক্ষক নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনার আর কোনো অবৈধ নির্বাচনে দায়িত্ব পালন করবেন না। আপনারা জাতির বিবেক। জনগণের কাছে আপনাদের কর্মকাণ্ডের জবাব দিতে হবে। সুতরাং আপনারা এই অবৈধ সরকারের কর্মকাণ্ডে জড়িত হবেন না।
কক্সবাজার জেলা নির্বাহী সভাপতি হোসাইনুল ইসলাম মাতব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্জুরুল আলম, রঞ্জিত চক্রবর্তী, আজিজুল হক, প্রতিক বাবুসহ জেলা নেতারা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়