ঢাকাঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঢাকাবাসীর জন্য মেট্রোরেল আমার উপহার। এই উপহার আমি আপনাদের দিয়ে গেলাম।’
শনিবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় আরামবাগ মাঠে মেট্রোরেল উদ্বোধন শেষে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, আজ ঢাকাবাসীর জন্য নিয়ে এসেছি মেট্রোরেল। যারা উত্তরায় বসবাস করে তারা মাত্র ৩৮/৪০ মিনিটের মধ্যে মতিঝিল আসতে পারবেন। আপনাদের আর যানজটে কষ্ট করতে হবে না। মেট্রোরেলে ভ্রমণে নারীরাও নিরাপদ থাকবেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের কিছু অংশ উদ্বোধন করেছিলাম । আমরা হিসাব করে দেখেছি আগে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রতিদিন ঘরে ২৫ হাজার যাত্রী চলাচল করতো। এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু করলাম।
তিনি আরও বলেন, পাতাল রেলও আমরা করবো, সেটা নিয়েও কাজ করছি। নর্দান রোড-৫ এর শুভ উদ্বোধন করে দিয়েছি। ২ ফেব্রুয়ারি পাতালরেল ১ এরও শুভ উদ্বোধন করে দিয়েছিলাম।
এসময় তিনি সবাইকে মেট্রোরেল স্টেশন নোংরা না করার আহবান জানিয়ে বলেন, ময়লা ফেলবেন না, এটা যেনো নোংরা না হয় সেদিকে খেয়াল রাখবেন। যেখানে সেখানে ময়লা ফেলবেন না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়