ডোপ টেস্টের মাধ্যমে শাবিতে ভর্তি শুরু

সিলেটঃ ডোপ টেস্টে উত্তীর্ণ হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি করা হচ্ছে। মাদকমুক্ত শিক্ষার্থী ভর্তিতে চতুর্থবারের মত শাবিতে এবারো শিক্ষার্থী ভর্তি করাচ্ছে কর্তৃপক্ষ।

রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে কেন্দ্রীয় মিলনায়তনে এ ভর্তি কার্যক্রম শুরু হয়।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্থাপত্যবিদ্যা, পুর ও পরিবেশ প্রকৌশল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, রসায়ন বিভাগের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলছে।

দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

পরবর্তী ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বন ও পরিবেশ বিজ্ঞান, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি চলবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়