ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ফেসবুক আইডি ও পেজ হ্যাক করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিকাশ নাম্বার দিয়ে প্রতারণার মাধ্যমে ওই অর্থ আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন ভিপি নুর। আর এজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।
ফেসবুক পেজে কিছু স্ক্রিণ শট দিয়ে একটি সতর্কতামূলক স্ট্যাটাসও দিয়েছেন ভিপি নুর। সেখানে লিখেছেন, ‘আমার হ্যাক হওয়া আইডি ও পেজ থেকে এভাবেই বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সাধারণ মানুষকে প্রতারিত করছে একদল ভণ্ড কাপুরুষ। এ বিষয়ে সকলে সতর্ক থাকুন এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সাথে সাথে আমাকে এই পেজের মাধ্যমে জানান।ধন্যবাদ।’
এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক ফারুক হাসানের আইডিও হ্যাক করা হয়। ওই আইডি থেকেও নানা ধরণের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। সে আইডিও এখনো ফেরত পাননি ফারুক।